Saturday, February 15, 2025
Home > বিনোদন > ঐশ্বরিয়া আমার মা, দাবি যুবকের

ঐশ্বরিয়া আমার মা, দাবি যুবকের

‘১৯৮৮ সালে আইভিএফ পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার। আর আমার মায়ের নাম ঐশ্বরিয়া রাই বচ্চন।’ ভারতের বিশাখাপত্তমের ২৯ বছর বয়সী যুবক সঙ্গীত কুমারের এমনটাই দাবি। তবে তার এই বিস্ফোরক দাবিতে বলিউড মহল হতবাক।
বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়ার একমাত্র কন্যার নাম আরাধ্যা। এতোদিন পর্যন্ত এটা নিয়ে কোনো বিতর্ক ছিল না। একমাত্র সন্তান আরাধ্যাকে নিয়ে সুখে দিন কাটছিল সাবেক বিশ্ব সুন্দরীর। কিন্তু অ্যাশের সেই নিশ্চিন্ত সংসারে সঙ্গীত কুমারের দাবি কি হবে ঝামেলা পাকাবে?
সঙ্গীত জানিয়েছেন, ১৯৮৮ সালে লন্ডনে জন্মের পর তাকে কোদাভরমে নিয়ে আসা হয়। তিন বছর বয়স পর্যন্ত দাদী বৃন্দা কৃষ্ণরাজ রাইয়ের কাছে বড় হন তিনি। ২০১৭ সালের মার্চ মাসে দাদু কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যু হয়। তার চাচার নাম আদিত্য রাই।
তিনি বলেন, আমার ‘মা’ ঐশ্বরিয়া আলাদা থাকেন। আমি চাই আমার মা এখন থেকে আমার সঙ্গে থাকুন। ২৭ বছর হয়ে গেছে আমি পরিবার থেকে বিচ্ছিন্ন। কিন্তু ঐশ্বরিয়া যে আসলেই তার মা এর কোনো প্রমাণ পেশ করতে পারেননি সঙ্গীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *